চাকরিজীবীরা দিনে কখন কী খাবেন!

cakrijibira-dine-kokhon-ki-khaben
cakrijibira-dine-kokhon-ki-khaben

চাকরিজীবীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকতে হয়। অনেক সময় সকালে তাড়াহুড়ার কারণে সঠিক নাশতা খাওয়া হয় না। আবার অফিসে নানা কাজে খাওয়ার সময় পেরিয়ে যায়। এতে পুষ্টির ঘাটতি হয়, ক্লান্তি বোধ হয়। মেজাজ খিটখিটে থাকে। আবার বাইরের কেনা খাবার খেলে ওজন বেড়ে যায়। নানা রোগের ঝুঁকি বাড়ে। তাহলে চাকরিজীবীরা কীভাবে সুস্থ একটি খাদ্যাভ্যাস বজায় রাখবেন।

প্রথমে জেনে নেওয়া যাক, সব সময় বাইরের খাবার খেলে কী কী শারীরিক সমস্যা হতে পারে। এতে ওজন বৃদ্ধি, অ্যাসিডিটি বা আলসার, কম ঘুম, নানা শারীরিক অসুস্থতা যেমন—ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়ের মতো নানা সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করতে হবে, যত কষ্টই হোক বাড়ি থেকে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর খাবার নিয়ে যাওয়ার।

খাবারের তালিকা

সকালের নাশতা: সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে দুটি রুটি, এক কাপ সবজি, ডিম অথবা ওটস, দুধ বা টক দই এবং যেকোনো ফল। মনে রাখবেন, সকালের খাবার আপনার সারা দিনের কর্মদক্ষতা ও মনোযোগ বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলে। তাই যত তাড়াই থাকুক, খাবার না খেয়ে বাসা থেকে বের হবেন না।

মধ্য-সকালের নাশতা: ১১টা থেকে ১২টার মধ্যে ১ মুঠো বাদাম বা যেকোনো ফল, চিনি ছাড়া ১ কাপ গ্রিন টি বা কফি। এই সময়ে অনেকেই শিঙাড়া, সমুচা, পুরি বা বিভিন্ন ডুবোতেলে ভাজা নাশতা খেয়ে থাকেন। যার ফলে পেটে গ্যাস হওয়াসহ নানা সমস্যা হতে পারে।

দুপুরের খাবার: বেলা ১টা থেকে ২টার মধ্যে ভাত ১ কাপ (১২০ গ্রাম), মাছ বা মাংস ১-২ টুকরা (৬০ গ্রাম), শাকসবজি বা সালাদ ১ বাটি (মাঝারি), ডাল আধা কাপ। সম্ভব হলে দুপুরের খাবার বাড়ি থেকে নিয়ে যাওয়াই ভালো।

বিকেলের নাশতা: বিকেলে চারটা থেকে পাঁচটায় একটা ফল যেমন পেয়ারা, আপেল, আমড়া অথবা বিস্কুট (ক্রিম ছাড়া)।

রাতের খাবার: আটটা থেকে ৯টার মধ্যে ভাত এক কাপ বা পাতলা রুটি দুটি; মাংস দু-তিন টুকরা; সবজি, সালাদ এক বাটি (মাঝারি), লেবু, ঘুমানোর আগে এক কাপ টক দই বা কম চর্বির দুধ খাওয়া যায়।

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post
tok-er-ujjolota-bridhit

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে করনীয় কিছু টিপস!

Related Posts
মেয়েদের স্বাস্থ্য নিজের শরীর ও মনকে যত্ন নেয়ার সহজ গাইড (1)

মেয়েদের স্বাস্থ্য: নিজের শরীর ও মনকে যত্ন নেয়ার সহজ গাইড

আচ্ছা, চলো একটু কথা বলি মেয়েদের স্বাস্থ্য নিয়ে! তুমি জানো, আমাদের শরীর কিন্তু বেশ ইউনিক। ঠিকমত খেয়াল না…
বিস্তারিত
ব্রণ দূর করার প্রাকৃতিক উপায়

প্রাকৃতিক ও ঘরোয়া মাধ্যমে – ব্রণ দূর করার উপায়

ব্রণ দূর করার উপায় ব্রণের সমস্যায় ভুগতে দেখা যায় অনেনকে। এই সমস্যার ভুক্তভোগী ছেলে মেয়ে উভয়েই হতে পারে।…
বিস্তারিত
পিরিয়ডের সময় কি করলে ভালো লাগবে

মাসিকের সময় যত্ন নেওয়ার উপায়, পিরিয়ডের সময় কি করলে ভালো লাগবে?

পরিচিতি তুমি কি জানো, মাসিকের সময় শরীরটা একটু বেশি যত্নের প্রয়োজন? আমাদের মেয়েদের জন্য এই সময়টা একটু কঠিন…
বিস্তারিত
Total
0
Share