ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা
হেয়ার কেয়ারঃ
নারিকেল তেল চুলের জন্য সব চেয়ে উপকারি উপাদান। শ্যাম্পু করার ৩০/৪০ মিঃ আগে চুলে নারিকেল তেল লাগিয়ে শ্যাম্পু করা উচিৎ। এতে চুলের গ্রোথ ভালো হয় চুল ও হেলদি হয়। চুলে তেল ব্যবহার করার আগে তেলটা হালকা কুসুম গরম করে নিতে হবে।
হেয়ার কেয়ার টিপসঃ
চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু উপকরণ বাড়িতেই তৈরি করে নিয়মিত ব্যবহার করতে পারেন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে, চুলের গ্রোথ ভালো হবে।
পাশাপাশি অতিরিক্ত চুল পড়া, ডগা ফেটে যাওয়া, রুক্ষ শুষ্ক ভাব, মাঝখান থেকে চুল ভেঙে যাওয়া এই অতিরিক্ত সমস্যা দূর হবে। আপনি প্রতি নিয়ত চুলের যত্ন নেওয়ার যে যে উপকরণ ব্যবহার করতে পারেন, সেগুলো এক নজরে দেখে নিন।
নারিকেল তেলঃ
চুলের যত্নে নারিকেল তেলের কোন তুলনা হায় না। চুলের জন্য নারিকেল তেল অনেক উপকারী উপকরণ। চুলে নারিকেল তেল লাগানোর আগে তেলটা হালকা গরম করে নিতে হবে।তারপর আঙুলের ডগায় অল্প করে তেল নিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। কোনভাবে চুলে তেল ঘষে ঘষে ব্যবহার করবেন না। এতে করে চুলের গোড়া আলগা হয়ে যায় এবং চুল পড়ার সম্ভবনা রয়েছে। চুল পড়ার পাশাপাশি নানা সমস্যা দেখা দিতে পারে। তেল চুলের ডগায় ব্যবহার করার পাশাপাশি চুলের লম্বা অংশেও ব্যবহার করতে পারেন। এর ফলে চুল মজবুত হবে। চুল পড়ার সমস্যা কমবে। এতে চুল হেলদি হবে, চুলের গ্রোথ ভালো হবে, নতুন চুল গজাবে,চুলের বৃদ্ধি ভালো হবে। চুলে তেল ব্যবহার করে ৩০/৪০ মিঃ পর চুল ধুয়ে নিন পরিস্কার ঠান্ডা পানি দিয়ে।
কলাঃ
আপনি কি বাড়িতে হেয়ার স্পা করতে চান? তাহলে এই টিপসটি আপনার জন্য। বাড়িতে হেয়ার স্পা করতে চাইলে কলা সব চেয়ে ভালো উপকরণ। ভালো করে কলা স্ম্যাশ করে নিন। এর সাথে মিশিয়ে নিতে পারেন মধু। তার সাথে টক দই।
ভালো ভাবে উপাদান গুলো মিশিয়ে নিন। তার পর চুলে লাগিয়ে ৩০ মিনিট এর মত রেখেদিন। তার পর চুল শ্যাম্পু করে ধুয়ে নিন।
মেথিঃ
চুলকে ঘন করতে হলে আমাদের মেথি ব্যবহার করতে হবেই। যেভাবে আমরা মেথি চুলে লাগাবো সে সম্পর্কে জেনে নেয়া যাকঃ
প্রথমে দুই টেবিল চামচ মেথি নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে। সকালে মেথি গুলো ছেকে নিয়ে হাফ কাপ পরিমান পরিস্কার পনি নিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে ৩০ মিনিট এর মতো রাখুন। তার পর ভালো মতো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ১ বার ব্যবহার করলে পাবেন ভালো ফলাফল। মেথি চুলের জন্য অনেক উপকারি উপাদান। মেথি চুল পরা বন্ধ করতে সাহায্য করে। চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে।
আপনার ত্বক এর যত্ন নেওয়ার টিপস জানতে ক্লিক — লিঙ্ক