ব্রণের দাগ দূর করার উপায়

ব্রণের দাগ দূর করার উপায়
ব্রণের দাগ দূর করার উপায়

মুখের দাগ দূর করার উপায়

ব্রণের জন্য আমাদের মুখে কালো কালো দাগ হয়ে থাকে। এতে আমাদের চেহারার ধরন ও নষ্ট হয়ে যায়। ব্রণের জন্য আমাদের নিজের মুখ নিজেরা আয়নায় দেখতেও ভালো লাগে না।আমাদের আগে লক্ষ করতে হবে মুখে যেন কোন ধরনের ব্রণ বা পিম্পল না হতে পারে। ব্রণ না হওয়ার জন্য আমাদের বেশি বেশি পানি পান করতে হবে।

আমাদের মুখে ব্রণ হলেই যে কালো কালো দাগ হয় এমন টা আমাদের ভুল ধারনা। আমরা আমাদের ত্বকের ধরন অনুযায়ী ত্বকের যত্ন করলে এসব সমস্যায় পড়তে হয় না। আমাদের আগে জানতে হবে আমাদের ত্বকের ধরন কি রকম। ত্বকের ধরন কয়েক রকম হয়ে থাকে। যেমনঃ অয়েলি স্কিন, ড্রাই স্কিন আমাদের যেমন ত্বকের ধরন এক এক রকম, সেই জন্য আমাদের ত্বকের যত্ন ও আলাদা আলাদা করেই নিতে হয়।

চলুন যেনে নেওয়া যাক মুখের ব্রণের দাগ কি ভাবে দূর করা যায়, কালো দাগ কমাতে লেবুর রস,অ্যালোভেরা,কমলার খোসা,হলুদ বা শসা ব্যবহার করে ঘরোয়া ভাবে ব্যবহার করা যেতে পারে।

নিচে পাঁচ উপাদান নিয়ে আলোচনা করা হলোঃ

১) চালের পানিঃ

কিছু চাল ধুয়ে নিন। ধোয়া চাল গুলো আবার নতুন করে পানিতে ভিজিয়ে রাখুন। সেই পানি একটি কাচের পাত্রে ২-৩ দিনের জন্য রেখে দিন। তার পর পানি গুলো নিয়মিত ব্যবহার করা শুরু করুন।এই চাল ধোয়ার পানি আপনার মুখের কালো দাগ কমাতে সাহায্য করবে। আবার ত্বকের ট্যানিং এবং পিগমেন্টেশন হ্রাস করতে সাহায্য করে।।।
গবেষণা অনুসারে দেখা গিয়েছে যে, এই চাল ধোয়া পানিতে থাকে খনিজগুলো ত্বকের কোষের টাইরোসিনেজ ক্রিয়াকলাপ কে বাধা দেওয়ার ক্ষতি মতা রাখে। যার ফলে ত্বকের মেলানিন উৎপাদন ভারসাম্য বজায় থাকে।

২)লেবু রসঃ

ত্বকের কালো দাগ দূর করার জন্য লেবুর রসের কোন বিকল্প নেই। লেবুর রসে আছে ভিটামিন সি। যা ত্বকের জন্য অনেক বেশি উপকারি। কালো দাগ দূর করার জন্য শক্তিশালী উপায় হলো ত্বকে লেবুর রস প্রয়োগ করা। তবে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে লেবুর রস এড়ানোই ভালো। লেবুর রস ব্যবহার করার সাথে সাতে মুখে কিন্তু জ্বালা পোড়া করতে পারে। তবে ভালো ফলাফলের জন্য লেবু রসের সাথে মধু এবং টমেটোর রস মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ রেখে দিয়ে পানি দিয়ে ভালো মতো পরিস্কার করে নিন। ভালো ফলাফল পাবেন।

৩) অ্যালোভেরা জেলঃ

হাইপারপিগমেন্টেশন দূর করার উপায় হলো অ্যালোভেরা ব্যবহার করা। অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যালোইন নামক একটি উপাদান রয়েছে। এটি কালো দাগ দূর করতে সাহায্য করে।অ্যালোভেরা জেল সারা রাত লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪) হলুদঃ

সেই প্রাচীন কাল থেকেই হলুদ পিগমেন্টেশন কমাতে সাহায্য করছে। র্সবোত্তম ফলাফলের জন্য দুধ বা মধুর সাথে হলুদের গুড় মিশিয়ে পেস্ট তৈরি করুন। তার পর যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে ব্যবহার করুন। মুখে ২০ মিনিটের মতো রাখুন। তার পর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫) টমেটোঃ

টমেটো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। টমেটো টুকরো করে কালো কালো দাগে ঘষুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। তার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পাওয়ার জন্য টমেটো, ময়দা,লেবুর রস মিশিয়ে মুখে লাগান।

ত্বকের ধরন জেনে নিন এবং করুন সঠিক যত্ন   জানতে ক্লিক করুন লিঙ্ক

 

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
চুল ঘন করার ঘরোয়া উপায়

চুল ঘন করার ঘরোয়া উপায়

Next Post
নতুনদের জন্য সাজুগুজু মেকআপ করার জিনিসের নাম ও ব্যবহার

নতুনদের জন্য মেকআপ করার জিনিসের নাম ও ব্যবহার

Related Posts
tok-er-ujjolota-bridhit

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে করনীয় কিছু টিপস!

ত্বকের উজ্জ্বলতাঃ আমরা সবাই মসৃণ উজ্জ্বল ত্বক চাই। ত্বক ঠিক রাখতে খাদ্যাভ্যাস,পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যের অবস্থা ভীষণভাবে জড়িত।…
বিস্তারিত
নতুনদের জন্য সাজুগুজু মেকআপ করার জিনিসের নাম ও ব্যবহার

নতুনদের জন্য মেকআপ করার জিনিসের নাম ও ব্যবহার

নতুনদের জন্য মেক-আপ এর বেসিক কিছু জিনিস সাজুগুজু কে না পছন্দ করে! প্রতিটা মেয়ে সাজুগুজু করতে খুব পছন্দ…
বিস্তারিত
ত্বকের যত্ন ও উজ্জ্বলতা বাড়াতে সহজ কিছু নিয়ম

ত্বকের যত্ন ও উজ্জ্বলতা বাড়াতে সহজ কিছু নিয়ম

 ত্বকের যত্ন ও উজ্জ্বলতা বাড়াতে সহজ কিছু নিয়ম ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়ঃ আমরা ঘরে বসেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি…
বিস্তারিত
Total
0
Share