ত্বকের ধরন জেনে নিন এবং করুন সঠিক যত্ন

ত্বকের ধরন জেনে নিন এবং করুন সঠিক যত্ন
ত্বকের ধরন জেনে নিন এবং করুন সঠিক যত্ন

ত্বকের ধরন জেনে নিন এবং করুন সঠিক যত্ন

আমরা সুন্দর ত্বক পাওয়ার জন্য কত কি না করি। কি না ব্যবহার করি। কিন্তু সেগুলো আদোও কি আমাদের ত্বকের জন্য ভালো নাকি খারাপ। আমরা সেটা না জেনেই ব্যবহার করা শুরু করে দেই। আবার তো অনেক সময় আমরা সস্তার প্রোডাক্ট ব্যবহার করে থাকি। এতে যে আমাদের ত্বকে ক্যানসার হতে পারে সে দিকটাও আমাদের ভাবতে হবে। ত্বক আমাদের শরীর এর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই ত্বকের ধরন জেনে নিন এবং করুন সঠিক যত্ন । ত্বক আমাদের জীবাণু, ক্ষতি কর উপাদান থেকে রক্ষা করে। অতএব, এই ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিয়ে ত্বকের যত্ন নেওয়া অপরিহার্য। আমরা অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকি ত্বকটা যেন সুন্দর থাকে। কিন্তু আমরা যাচাই না করেই পণ্য গুলো ব্যবহার করি। আবার আমরা আমাদের ত্বকের ধরন না জেনে অনেক স্কিনকেয়ার পণ্য ব্যবহার করি।

ত্বকের ধরন কি কিঃ

  • স্বাভাবিক ত্বক

  • তৈলাক্ত ত্বক

  • শুষ্ক ত্বক

  • শুষ্ক ত্বক এবং তৈলাক্ত ত্বকের মিশ্রন

  • সংবেদনশীল ত্বক

  • ব্রন প্রবণ ত্বক

  • পিগমেন্ট ত্বক

  • আপনার ত্বকের ধরন বুজবেন কি ভাবে?

সকালে আপনি যখন ঘুম থেকে উঠবেন, তখন আপনি ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর ১ ঘন্টা অপেক্ষা করুন। একটি টিস্যু পেপার নিন তারপার আপনার মুখের চারপাশে ড্যাপ করে করুন। তারপার টিস্যু পেপারে ভালো করে লক্ষ করুন। কি দেখতে পাচ্ছেন!

  • টিস্যু পেপারটি যদি মসৃণ থাকে তা হলে আপনার ত্বক স্বাভাবিক আছে।
  • যদি এটি প্যাচপ্যাচে হয় তা হলে আপনার ত্বক তৈলাক্ত।
  • টিস্যু পেপারটি যদি টি-জোন প্যাচ থাকে তাহলে আপনার ত্বক কম্বিনেশন।
  • আপনারা ত্বকে যদি খুব সহজেই ফুসকুড়ি হয়ে যায় তাহলে বুজবেন আপনার ত্বক সংবেদনশীল।
  • আপনি যখন আপনার ত্বকে কোন প্রডাক্ট ব্যবহার করেন তারপার যদি কোন ধরনের ব্রন হয় তা হলে আপনি বুজবেন আপনার ব্রনপ্রবণ ত্বক।

ত্বকের ধরন কি পরিবর্তন হতে পারে?

আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে। যেমন- আমাদের ত্বকের ধরন বুজবো কি ভাবে? আমাদের ত্বকের ধরন পরিবর্তন হয় কিনা? ইত্যাদি ইত্যাদি।

জ্বী! ত্বকের ধরন পরিবর্তন হয়। আমাদের বয়স বারার সাথে সাথে ত্বকের ও পরিবর্তন হয়। বয়স,জলবায়ু ও হরমোনের সাথে ত্বকের ও ধরন বদলায়।
আপনি যদি আপনার ত্বকে কোন ধরনের পণ্য ব্যবহার করে থাকেন সেইটাও আপনার ত্বকের ধরন পরিবর্তন করার জন্য দায়ী হতে পারে। তাছাড়া ঠান্ডায় আপনার ত্বক স্বাভাবিক থাকলে সেটা শুষ্ক হয়ে যায়। আর তৈলাক্ত ত্বক স্বাভাবিক হয়ে যায়।

ত্বকের যত্নে আপনি যে-সব প্রোডাক্ট ব্যবহার করেন সেগুলোর গুনগত মান সম্পর্কে সচেতন থাকুন।
নয়তো ত্বকের যত্ন নেওয়ার বদলে ত্বকের ক্ষতি ও হয়ে যেতে পারে।

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ত্বকের যত্ন ও উজ্জ্বলতা বাড়াতে সহজ কিছু নিয়ম

ত্বকের যত্ন ও উজ্জ্বলতা বাড়াতে সহজ কিছু নিয়ম

Next Post
ত্বকের যত্ন - সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য

ত্বকের যত্ন!

Related Posts
মেয়েদের স্বাস্থ্য নিজের শরীর ও মনকে যত্ন নেয়ার সহজ গাইড (1)

মেয়েদের স্বাস্থ্য: নিজের শরীর ও মনকে যত্ন নেয়ার সহজ গাইড

আচ্ছা, চলো একটু কথা বলি মেয়েদের স্বাস্থ্য নিয়ে! তুমি জানো, আমাদের শরীর কিন্তু বেশ ইউনিক। ঠিকমত খেয়াল না…
বিস্তারিত
tok-er-ujjolota-bridhit

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে করনীয় কিছু টিপস!

ত্বকের উজ্জ্বলতাঃ আমরা সবাই মসৃণ উজ্জ্বল ত্বক চাই। ত্বক ঠিক রাখতে খাদ্যাভ্যাস,পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যের অবস্থা ভীষণভাবে জড়িত।…
বিস্তারিত
cakrijibira-dine-kokhon-ki-khaben

চাকরিজীবীরা দিনে কখন কী খাবেন!

চাকরিজীবীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকতে হয়। অনেক সময় সকালে তাড়াহুড়ার কারণে সঠিক নাশতা খাওয়া হয় না।…
বিস্তারিত
Total
0
Share