ত্বকের যত্ন!

ত্বকের যত্ন - সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য
ত্বকের যত্ন – সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য

ত্বকের যত্ন!

ময়েশ্চারাইজার কি আমাদের ত্বকে সারা বছর প্রয়োজন! তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? সুস্থ ত্বক কে না পছন্দ করে। সুস্থ ত্বকের জন্য আমাদের ক্লিনজিং যেমন জরুরি, ঠিক তেমনি ময়েশ্চারাইজার ব্যবহারও সমান ভাবে জরুরি। কেউ যদি ত্বকে অতিরিক্ত কিছু ব্যবহার করতে না চান তাহলেও আপনার ত্নক সুস্থ থাকবে। কি ভাবে সেটা আমরা জেনে নেই,,, আপনি ত্বকে শুধু ক্লিনজিং ময়েশ্চারাইজিং আর সানস্ক্রিনের ব্যবহার করেই আপনার ত্বক সুস্থ রাখতে পারবেন।

ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা কেন জরুরি?

আবহাওয়া পরিবর্তন এর সাথে সাথে আমাদের ত্নকের ধরন ও পরিবর্তন হয়ে থাকে। আবহাওয়া যেমনই হোক না কেন ঘরে-বাইরে যেখানেই থাকিনা কেন বিভিন্ন কারতে ত্বকের আর্দ্রতা কমে আমাদের ত্বক হয়ে ওঠে শুষ্ক ও নিষ্প্রাণ। তবে চিন্তার কোন কারন নেই,,, আপনি আপনার ত্বকে সুস্থ রাখার জন্য ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার। ত্বক শুষ্কতা ভাব কমাতে ময়েশ্চারাইজার এর তুলনা অতুলনিও। ত্বকের কোমলতা ধরে রাখতে, মুখের খড়খড়ে ভার দূর করতে ও অকালে বয়সের ছাপ রোধ করতে ময়েশ্চারাইজার ব্যবহার এর কোন বিকল্প নেই কোন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করবেন? এখন মার্কেটে নানা ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়। এখন কথা হলো আমরা কোন ধরনের ময়েশ্চারাইজার আমাদের ত্বকে ব্যবহার করবো? কোন ময়েশ্চারাইজার আমাদের ত্বকের জন্য ভালো হবে? নানা প্রশ্ন মাথায় চলে আসে! এখন আপনাদের সকল প্রশ্নের একটাই উওর সেটা হলো ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে আপনাকে আপনার ত্বকের ধরন সম্পর্কে জানতে হবে। এক এক জনের ত্বকের ধরন এক এক রকম হয়ে থাকে। তাই আপনি আপনার ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার বেছে নিন।

  • আমাদের যাদের ত্বক শুষ্ক তাদের জন্য অয়েল বেসড ময়েশ্চারাইজার ভালো। শুষ্ক ত্বকে আর্দ্রতা প্রয়োজন সবচেয়ে বেশি।
  • তৈলাক্ত ত্বকের জন্য জেল জাতীয় ময়েশ্চারাইজার সব চেয়ে ভালো। এগুলোতে তেলের পরিমাণ কম থাকে। এই জন্য তৈলাক্ত ত্বকের জন্য খুব মানানসই।
  • মিশ্র বা স্বাভাবিক ত্বকের জন্য যে কোন ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা কি আবশ্যক?

  • আমরা অনেকে মনে করি তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা অতি জরুরি না। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের ত্বক যেমনি হোক না কেন আমাদের ত্বকে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি।
  • শুষ্ক ত্বকের জন্য আপনি যত বার ময়েশ্চারাইজার ব্যবহার করবেন ঠিক ততবার তৈলাক্ত ত্বকের জন্য ও ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এতে করে আপনার মুখের তৈলাক্ত ভাব দূর হবে।
    অতিরিক্ত তেলতেলে ভাব থাকবে না।

শুধু কি শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহার করবেন?

ময়েশ্চারাইজার শুধু শীতকালে ব্যবহার কারার জন্য না। ময়েশ্চারাইজার শীত গ্রীষ্ম সারা বছর ব্যবহার করতে পারবেন।তবে শীত কালে ময়েশ্চারাইজার টা একটু বেশি জরুরি। প্রতি দিন গোসলের মরে মুখে টানটান লাগে তখন আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করি।শীতকালে বাতাসে জলীয়বাষ্প কম থাকে সে জন্য ত্ব সহজেই শুষ্ক হয়ে ত্বক টানতে থাকে। তাই শীতকালে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজনীয়তা একটু বেশি।ত্বকের আর্দ্রতা ঠিক না থাকলে আপনি ত্বকের যতই যত্ন নিন কোন লাভ হবে না।

ময়েশ্চারাইজার ব্যবহার আপনি কখন করবেন?

সকালে ঘুম থেকে উঠে, গোসলের পরে এবং রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার ব্যবহার করা অবশ্যই জরুরি। বিশেষ করে আমরা যখন ফেসওয়াশ করে নেই তখনি সাথে সাথপ ময়েশ্চারাইজিং করে নেওয়া উচিৎ। এতে ত্বকে রুক্ষ ভাব থাকে না। যারা এসি তে থাকেন বা লম্বা সময় ধরে এসিতে থাকতে হয়, তাদের একদিনের জন্য ও ত্বকে ময়েশ্চারাইজিং করা বাদ দিলে হবে না। বাইরে বের হওয়ার সময় আমরা যদি সানস্ক্রিন ব্যবহার করি সে ক্ষেত্রে ময়েশ্চারাইজার ব্যবহার নস করলেও চলবে। তবে যাদের ত্বক শুষ্ক তারা চাইলে দুটোই ব্যবহার করতে পারবে।

আপনি যদি আপনার ত্বকে সুস্থ রাখতে চান তা হলে নিয়মগুলো মানার চেষ্টা করবেন।

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
ত্বকের ধরন জেনে নিন এবং করুন সঠিক যত্ন

ত্বকের ধরন জেনে নিন এবং করুন সঠিক যত্ন

Next Post
চুল ঘন করার ঘরোয়া উপায়

চুল ঘন করার ঘরোয়া উপায়

Related Posts
ব্রণের দাগ দূর করার উপায়

ব্রণের দাগ দূর করার উপায়

মুখের দাগ দূর করার উপায় ব্রণের জন্য আমাদের মুখে কালো কালো দাগ হয়ে থাকে। এতে আমাদের চেহারার ধরন…
বিস্তারিত
cakrijibira-dine-kokhon-ki-khaben

চাকরিজীবীরা দিনে কখন কী খাবেন!

চাকরিজীবীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকতে হয়। অনেক সময় সকালে তাড়াহুড়ার কারণে সঠিক নাশতা খাওয়া হয় না।…
বিস্তারিত
মেয়েদের স্বাস্থ্য নিজের শরীর ও মনকে যত্ন নেয়ার সহজ গাইড (1)

মেয়েদের স্বাস্থ্য: নিজের শরীর ও মনকে যত্ন নেয়ার সহজ গাইড

আচ্ছা, চলো একটু কথা বলি মেয়েদের স্বাস্থ্য নিয়ে! তুমি জানো, আমাদের শরীর কিন্তু বেশ ইউনিক। ঠিকমত খেয়াল না…
বিস্তারিত
Total
0
Share